জীবনের স্বরলিপি যার যেভাবে রচিত হয়, মানচিত্র তৈরিতে স্ববলয় এবং দৃশ্যমান নয়। এমন অক্ষশক্তির নিয়ন্ত্রণ থাকে বৈকি। সুর সৃষ্টিতে কণ্ঠের কারুকাজ প্রধান। তারপরে কাঁচামাল। কণ্ঠে সুর সৃষ্টির স্রোত কি সবার থাকে? জীবনের গল্প ততদিন জীবন এবং জীবনের স্মরণ যতদিন। হৃদয়ের ইতিহাস কাগজের ইতিহাস এক নয়। কাগজের ইতিহাসে অবস্থান করে খলনায়ক মহানায়কেরা। হৃদয়ের ইতিহাসে অবস্থান করে সবাই। হৃদয় মানুষের। মানুষ মরে গেলে হৃদয় মরে যায়। সাধারণ মানুষ কাগজের ইতিহাসে থাকে না। জীবনের স্বরলিপি এবং মানচিত্র এভাবেই তো রচিত হয়েছে চিরকাল।