ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সাবেক সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মামুন আল আযমী বলেছেন, সময় আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে–ই নিজের জীবন, পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। জীবনের সাফল্য কেবল ব্যস্ততার ওপর নির্ভর করে না, বরং সঠিক অগ্রাধিকার নির্ধারণ, লক্ষ্যভিত্তিক পরিকল্পনা এবং সময়ের সর্বোত্তম ব্যবহারের মধ্যেই প্রকৃত সফলতা নিহিত।
তিনি গতকাল শনিবার আইআইইউসির সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘টাইম অ্যান্ড লাইফ ম্যানেজমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, সময় মানেই জীবন, আর জীবন মানেই সময়। মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে না, আবার নিজের ইচ্ছায় পৃথিবী ছেড়েও যেতে পারে না। তবে জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী যে সময়টুকু, সেটাই একমাত্র মানুষের নিজের নিয়ন্ত্রণে। এই সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারি, তবে জীবন হয়ে ওঠে অর্থহীন। যে ব্যক্তি ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারে, সে–ই ভালো ফল অর্জন করে। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় ‘ফেইথ, ফ্যামিলি অ্যান্ড দ্য ফিউচার অব সোসাইটি’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি মীর লুৎফুল কবির সাদী। প্রেস বিজ্ঞপ্তি।









