সাম্পান ছুটে চলে
মাঝি গায় গান,
নদীর জোয়ারে হয়
মন আনচান।
উচাটন মন হয়
ব্যাকুল–উদাস,
নদীর ওপারে এই
মাঝির নিবাস।
সাম্পান জীবনের
সাথে মিশে আছে,
তাই ধীর গতি চায়
নদীটার কাছে।
জীবন–জীবিকা চলে
এই সাম্পানে,
সে খুঁজে পেয়েছে এই
জীবনের মানে।
জসীম মেহবুব | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ