জীবনের প্রথম ভোট করেছেন নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। কিন্তু এই প্রথম ভোটেই মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী পাঁচ দশকের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করেছেন। সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনসহ দলের বহু নেতার নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছেন। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনদিন কোথাও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারই প্রথম তিনি ভোটে নামেন এবং মেয়র নির্বাচিত হন।
রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন লাভই বড় একটি চমক ছিল চট্টগ্রামে। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বাঘা বাঘা নেতাদের পেছনে পেলে মনোনয়ন লাভ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক রেজাউল করিম চৌধুরীর বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেক মেয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। একমাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছেন।