কোথায় এসেছি ফেলে দুরন্ত শৈশব!
বছর পনেরো আমি ছিলাম গ্রামের
আঁচলের নিচে, তবু ভুলিনি কখনো
লেনদেন ভালোবাসা অনাবিল সুখ।
শৈশবের দস্যিপনা ছিল সীমাছাড়া,
অমানিশা মধ্যরাতে ঘোর লাগা স্বপ্নে
হারিকেনের আলোতে সব ছায়া মায়া।
ভোরের আলোয় ছুটি শিউলি তলায়
গলায় পরাবো মালা মায়ের চুম্বনে।
আছাড় খেয়েছি সেই সবুজ মাঠেতে
আবার দিয়েছি দৌড় সাথীদের নিয়ে,
নির্মল বাতাস আর আনন্দের দোলা
পাইনি তো কোথাও আর, যায়না তো ভোলা!