রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, নবীজির প্রতি ভালোবাসা হতে হবে নিখাদ, নির্ভেজাল। শুধু মুখে মুখে দাবি ওঠালেই প্রকৃত ভালোবাসা হয় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করে নবী প্রেমের নজরানা পেশ করতে হবে। ৫ সেপ্টেম্বর জুমাবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিবসে আজিমুশশান ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী ম.জি.আ উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও পাঁচদিন ব্যাপী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। মিলাদ মাহফিলে তাকরির করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, মাওলানা লোকমান হাকিম জিহাদী, ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা হাফেজ মুহাম্মদ শরীয়ত উল্লাহ হোসাইনী, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আনসারী, মাওলানা ইমরানুল হক সাঈদ, মাওলানা হাফেজ মুহাম্মদ ইসমাঈল হানাফী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম। মাহফিল পরিচালনা করেন বুলবুলে বায়তুশ শরফ কাজী মাওলানা শিহাব উদ্দিন। উল্লেখ্য, বাদ আছর শাহ আখতরিয়া হেফজখানার ১৬ জন ছাত্রকে দস্তারবন্দী করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











