জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর (দ.) আদর্শ অনুসরণ করতে হবে

বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা

| শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

অভয়মিত্র ঘাট বন্দর কলোনি মসজিদ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভয়মিত্র ঘাট মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল (সা.) ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মোস্তফা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চবকের অর্থ ও হিসাব রক্ষণ বিভাগীয় প্রধান আব্দুস শাকুর। প্রধান বক্তার বক্তব্যে খতিব ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, ঈদে মিলাদুন্নবি (সা.) ইসলামী সাংস্কৃতির নিয়ামক শক্তি, বিশ্ব মানবতার মুক্তি ও মহা প্রাপ্তি। মানবতার ইহপরকালীন সমস্যার যুৎসই সমাধান তাঁর জীবনাদর্শেই নিহিত আছে। তাই শান্তি, মুক্তি ও সমৃদ্ধির উপায় খুঁজতে হবে তাঁর জীবনদর্শনে। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুনিরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মসজিদ কমিটির সহসভাপতি শহিদুল আমীন, সেক্রেটারি সিরাজ উদ্দিন চৌধুরী, সহ সেক্রেটারি কলিমুল্লাহ, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য শহিদুল ইসলাম, কামরুদ্দিন ছিদ্দিক, হাফেজ মুজাম্মেল, হাফেজ মাহমুদ প্রমুখ। এতে বিভিন্ন ইভেন্টে ১৪৬ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

আমির ভাণ্ডার দরবার : আমিরুল আউলিয়ার মাজার প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবীর বারবী রজনীতে আমির ভাণ্ডােের ১২দিনব্যাপী ২২তম প্রিয় নবীর হিজরত ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খতমে সালাওয়াতে রাসুল মাহফিলের সমাপনী দিবস সম্পন্ন হয়েছে।

১৫ সেপ্টেম্বর বাদ আসর পবিত্র কুরআন শরীফের খতম আদায়, হামদ, নাতে রাসুল ও মানকাবাত পরিবেশনের মাধ্যমে শায়ের মেরাজ রেজা কাদেরীর সঞ্চালনায় মাহফিল আরম্ভ হয়। আল্লামা শাহসুফি সৈয়দ ফরিদুল আবছারশাহ আমিরভাণ্ডারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদে গাউসুল আজম শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর বড় ছাহেবজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী।

অতিথি ছিলেন মোহাম্মদ খোরশেদুল আলম, প্রধান উপদেষ্টা, সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদ। উপস্থিত ছিলেন আওলাদে আমিরভাণ্ডারী শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তফা আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী, শাহসুফি সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কামাল হোসেন আমিরী, শাহসুফি মাওলানা সৈয়দ আছরার এ আমির আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আমির উদ্দিন আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ দায়েম উল্লাহ্‌ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মুশকিলকোশা আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মুঈনুদ্দিন আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ দৌলতুজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোনায়েমুজ্জমান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ শরাফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিনান আমিরী। তকরীর পেশ করেন শাহজাদা আল্লামা সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, শাহজাদা আল্লামা সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, আাল্লামা মুহাম্মদ হাসান রেজা কাদেরী, আল্লামা মুহাম্মদ হুসাইন রেজা, আল্লামা সৈয়দ মুহাম্মদ জাহেদুল ইসলাম কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী, শাহজাদা মুহাম্মদ রাশেদুল ইসলাম, শাহজাদা মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম রেজভী, শাহজাদা মুহাম্মদ আবেদ মোস্তফা তারেক, শাহজাদা সৈয়দ আবুল বরকত ফরহাদাবাদী। সমাপনী বক্তব্য রাখেন সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী। বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ নুরুল আনোয়ার, এস. এম. আবুল মনসুর আমিরী, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ আলী বাবুল, মুহাম্মদ ইমরানুল হক বাবলু, মুহাম্মদ সরোয়ার হোসাইন, মুহাম্মদ মোরশেদুল ইসলাম, মাওলানা ডা. জাফর আহমদ মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ আবছার উদ্দিন সোহেল, মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ নুরুল করিম বাদল, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ আবদুল কুদ্দুস, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল মালেক। মেহমানবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেন মাওলানা সৈয়দ মোকাররম আমিরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন শায়ের মুহাম্মদ শওকত আলী ইরফান।

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : হাটহাজারী ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরিফ ও আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার উদ্যোগে হাটহাজারীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (.) গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জুলুসে নেতৃত্ব দেন আনজুমানের সভাপতি অধ্যক্ষ শাহসূফি আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। জুলুস শেষে আনোয়ারুল উলুম নোমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। কাজী শফিউল আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আবদুল অদুদ, অধ্যক্ষ লোকমান চিশতি, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, অধ্যাপক হাফেজ আহমদ, সৈয়দ জুন্নুরাইন, মুফতি আব্দুছ ছমদ, শফিউল আলম আজিজি, মুহাম্মদ আব্দুন্নবী, মৌলভী মাহবুবুল আলম, জসিম উদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক আলী আজগর, মহিউদ্দিন, ফেরদৌসুল আলম, মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।

কর্ণফুলী দক্ষিণ শাহ মীরপুর রেযায়ে মোস্তফা (.) ট্রাস্ট : কর্ণফুলী দক্ষিণ শাহ মীরপুর রেযায়ে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ এবং গাউসিয়া শাহ আমিন হাশেমী দাখিল মাদরাসার যৌথ ব্যবস্থাপনায় গত ১৩ সেপ্টেম্বর কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফে জশনে জুলুছ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল আল্লামা মুফতি কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ উপলক্ষে কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্‌ আমিন দাখিল মাদ্রাসা মাঠে এসে জুলুছ সমাপ্ত হয়। এতে বক্তব্য রাখেন এয়াকুব আলী ফারুকী, অধ্যক্ষ আকতারুজ্জামান, ফোরকান আশরাফী, মঈনুদ্দীন আশরাফী, মুহিউদ্দীন, মুহাম্মদ হাফেজ এমরান আল কাদেরী, মোক্তার হোসাইন কাদেরী রেজভী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক, ক্ষতি ৬০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবুল মঞ্জুরের ইন্তেকাল