জীবনের পদাবলি

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মাঝে মাঝে তীব্র কষ্টে কারো কারো বুক ভেঙে যায়,

মাঝে মাঝে দুঃস্বপ্নে কারো কারো ঘুম টুটে যায়,

মাঝে মাঝে আপাদমস্তক; বেদনায় নীল হয়ে যায়।

মাঝে মাঝে স্বপ্ন দেখা হয় না সারা,

মাঝে মাঝে ব্যাকুল হৃদয় পাগলপারা,

মাঝে মাঝে অশ্রুনদী; একূল ওকূল দুকূল ভাসায়।

মাঝে মাঝে অবহেলায় বুকের ভিতর কষ্ট বাড়ে,

মাঝে মাঝে সুখ পাখিটা আছড়ে মরে বুকের দ্বারে,

মাঝে মাঝে দুঃখের চাবুক; সুখস্বপনে দাগ দিয়ে যায়।

মাঝে মাঝে নিশিকন্যা ইশারায় শিস্‌ দিয়ে যায়,

মাঝে মাঝে মদের বোতল প্রিয়তমার ঠোঁট হয়ে যায়,

মাঝে মাঝে আঁধার গলি কামনার ডাক দিয়ে যায়।

মাঝে মাঝে রঙিন খাম বুকে জাগায় বাঁচার তৃষা,

মাঝে মাঝে চড়া দামে নিলাম হয় ভালোবাসা,

মাঝে মাঝে স্বপ্নসাথি অন্য কারো বউ হয়ে যায়।

মাঝে মাঝে জীবন কাটে ভুল মানুষকে ভালোবেসে,

মাঝে মাঝে রাত্রি কাটে অনাহূত কাছে এসে,

মাঝে মাঝে জীবনযুদ্ধ; পরাজয়ের তিলক পরায়।

পূর্ববর্তী নিবন্ধমায়ানীড়
পরবর্তী নিবন্ধদাঁড়িয়ে আছি স্টেশনে