ছোটকাল থেকে আমরা শিখে আসি ‘কখনো কারো নিন্দা করবে না’। কিন্তু বর্তমানে সত্য হলো এটাই– প্রত্যেক ব্যক্তি কোন না কোন সময়, কারো না কারো নিন্দা করে থাকেই। আচ্ছা কারো নিন্দা করলে কি সবসময় সব মানুষের মন মলিন হয়?
না। কখনো কোন নিন্দা বা পরচর্চা হয় ভালো কাজের। কখনো সত্যিই নেতিবাচক মন্তব্য আসে খারাপ কাজের। আসলে কখনো কখনো এমন কোন বাজে পরিস্থিতিতে পরে মানুষ তখন বাধ্য হয়ে, বা দুঃখ পেয়ে নিন্দা করা শুরু করে থাকে। আবার কারো কারো অভ্যাস হলো কোন ব্যক্তির সফলতা অন্য তারা সহ্য করতে না পেরে,অথবা ভালো মানুষের সাফল্য সহ্য করতে না পেরেও নিন্দা করতে থাকে। এরাই হলো দেশের ও সমাজের কলুষিত দল। সবার মনে কালিমা ছড়ায়। আসলে খেয়াল করে দেখুন ‘ মাটি কাটতে গেলে কাঁদা লাগবেই‘। আবার রং করতে গেলে হাতে একটু হলেও রং লাগেই। পানি আনতে গেলে গায়ে পানি পরবেই। একদম নিখুঁত ভাবে কোন কাজ করা সম্ভব হয় না। তেমনি জীবনে ভালো মানুষ, খারাপ মানুষ সবারই কোন না কোন বিষয়ে নিন্দা শুনতেই হবে। কিভাবে অন্যের নিন্দা থেকে বিরত থাকবেন? কেউ আপনাকে দুঃখ দিক,অথবা খুব ব্যাথা দিক,আপনার সাফল্য সহ্য করতে না পারুক, আপনার ভালো হচ্ছে কেন তা নিয়ে জ্বলতে থাকুক,হিংসা করতে থাকুক কিন্তু আপনি মন খারাপ না করে বিকাশের পথে আরো বেশি করে অগ্রসর হয়ে যান।
আপনার কাজের মাঝে ডুবে থাকুন, আপনার সাফল্যের দিকে এগিয়ে যান। কোন সময় ই যেন না থাকে আপনার নেতিবাচক মন্তব্য শোনার সময়। নিন্দুক কোন ব্যক্তির সাথে না মিশে বরং নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। নিজেকে এতটাই কাজে নিমজ্জিত রাখুন যাতে নিন্দার মলিনতা আর মনকে মলিন করতে না পারে।কাজের মধ্য দিয়ে হোক সকল নিন্দার অবসান। ঐ নিন্দার ফলে আসুক আরো সতর্কতা, সাফল্য ও এগিয়ে চলার প্রয়াস। নিজেকে অন্যের দৃষ্টিতে না দেখে নিজের সুন্দর মনের দৃষ্টি দিয়ে দেখা উচিত। তবেই আসবে সাফল্য।মলিনতা নয় স্বচ্ছতা আসুক জীবনে।