জীবনের জলছবি
সরলতা,
এর চেয়ে হয় নাকি
বড় কথা?
রাতদিন ভেবে এই
কথকতা,
মন ছুটে চলে যায়
যথা–তথা।
ফিরে এসে দেখি সেই
তরুলতা,
আমার দু–চোখে কেন
ফুরোল তা!
চাঁদ–তারা জানে সব:
বড় কথা
জীবনের জলছবি
সরলতা।
শঙ্খশুভ্র পাত্র | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ