জীবনের কারুকাজ

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

আমরা ডুবি, বানজল আয়োজন

জল থৈথৈ দেহ বেয়ে বেয়ে ওঠে

ডুবতে থাকি শারীরিক সিঁড়ি ভেঙে

মাথার উপরে কচুরিপানারা ছোটে।

এপাশ ওপাশ কত দেশ দোষ ও দ্বেষ

হাওয়ারা বয়ে আনে কানকথা কত

বায়বীয় মুখ ধুলোয় উড়ে উড়ে

ধাঁধাতে ফেলে তুষার স্তুপের মত।

আমরা সাজি আমাদের মৃত সাজ

কাঠি আর কাঠি সারি সারি শবঘর

আপন বক্ষে আমকাঠ আলো জ্বেলে

আগুনেই বুনি জীবনের কারুকাজ।

পূর্ববর্তী নিবন্ধঅন্ধকারের ফুল
পরবর্তী নিবন্ধঈশ্বরের চিঠি