স্বপ্ন বলতে কিছু বেঁচে নেই আর
হাতে আমার গিটারের ছেঁড়া তার,
জীবন যদি যুদ্ধই হয়
হবে কি আমার বিজয়?
ছোট বেলায় পড়েছিলাম ‘পানির অপর নাম জীবন’। জীবনের আর নাম না হলো পড়া, না হলো জানা, না হলো শেখা, না হলো সেটা বোঝা। তবে জীবনের এত স্বপ্ন ত্যাগ করে উপলব্ধি করা যায়, জীবনের অপর নাম সংগ্রাম। জীবনে কষ্ট পতাহারের সেই যেমন পথ, তেমনি সংগ্রাম ছাড়া আসবে না সুখ ও সাফল্যের রথ। কিন্তু এই ক্লান্ত মন চায় না আর সুখের সন্ধান। মন ভাবে ছয় স্তর নিচে মিলবে হয়ত শান্তি। তবে জ্বলবে আপন জনের মন করবে অপূর্ণ সব স্বপ্নকে কটূকি।












