নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গায় ‘কমিউনিটি রিসার্চ সেন্টার’ নির্মাণ করবে ইউএনডিপি। ১৫ জুনের মধ্যে এর নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী এই সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে। রিসার্চ সেন্টারটি নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৮৫ হাজার ৯’শত ৪৫ টাকা। এ উপলক্ষে ইউএনডিপির জিএমই জিয়াউর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২ জুন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের সাথে তাঁর অফিসে দেখা করে প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করেন। সাক্ষাতকালে কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম বলেন, নগরায়ণের ফলে চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডেই সরকার বিভিন্নভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় এখন আর কোন এলাকা অবকাঠামোগতভাবে তেমন পিছিয়ে নেই। তবে তারপরও পরিকল্পিত-পরিবেশবান্ধব উন্নয়ন এবং নগরীর পিছিয়ে পড়া জনগণের জীবনমানের উন্নয়নে কমিউনিটি ভিত্তিক গবেষণার প্রয়োজন রয়েছে। আশাকরি ইউএনডিপির নেয়া ‘কমিউনিটি রিসার্চ সেন্টার’ প্রকল্পটি নগর ও নগরবাসীর জীবনমান ও সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
শহিদুল আলম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও তাঁর পক্ষ থেকে ইউএনডিপিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান। তিনি বলেন, আমার প্রত্যাশা এই প্রকল্প সফল বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম বাকলিয়াবাসীর কাঙ্ক্ষিত আশা পূরণ করবে। এ সময় ইউএনডিপির কমিউিনিটি অর্গানাইজার সোহরাব হোসাইন, পুলিশ কর্মকর্তা শাহজাহান কবির ছুট্টু, ট্যুর ফেডারেশন কর্মকর্তা কাশিম আকতার, ইউএনডিপির সিএফ উমা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।