জীবনকে সঠিক পথে ব্যবহার করা

রুমি বড়ুয়া | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আজকালকার যুগে মানুষ সৎ থাকার শক্তি হারিয়ে ফেলছে। সমাজটা এমন পর্যায়ে চলে গেছে, যখন সততা ও সরলতাকে দুর্বলতা হিসাবে গণ্য করা হচ্ছে। আর সেখানে প্রতারণা হয়ে যাচ্ছে চালাকির পরিচয়। এর ধারণা হলো মানবতার মেরুদণ্ড ভেঙে ফেলা। এখনকার সমাজে দেখবেন যত ভালো হবেন মানুষ ততই আপনাকে বোকা বানাবে। ভালো মানুষ বোকা হয়, তারাই সমাজের মূল ভিত্তি। প্রতারকরা যতই সাফল্য লাভ করুক না কেন একদিন ক্ষণস্থায়ী হয়ে জীবনের আস্থা হারাবে। আর সৎ মানুষ সবসময় নিজেকে শান্ত রাখবে এবং সম্মান অর্জন করার চেষ্টা করবে। আজকালকার যুগে এসে মানুষ ভালো থাকার জন্য খারাপ দিক বেছে নিচ্ছে। অথচ তারাই জানে না তাদের এক দিন পতন ঘটবে। নিজেকে সময় থাকতে বদলান, দেখবেন সমাজও পরিবর্তন হয়ে যাবে। আপানাদের শিশুদের মনমানসিকতা ভালো করে তুলুন। কারণ ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপানার ভালো কর্মই তাদের ভালো পথে নিতে বাধ্য করবে। জীবনকে সঠিক পথে ব্যবহার করুন, জীবনের ভালো পরিবর্তন ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনা কবলিত করুণ মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে