জি এম কাদেরের বিধি ভঙ্গ, ব্যবস্থা তদন্তের পর

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

জি এম কাদেরের বিধি ভঙ্গ, ব্যবস্থা তদন্তের পর

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীকে নিয়ে চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তদন্তের পর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

গতকাল শুক্রবার সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে সংস্থাটি। এ ক্ষেত্রে আজ শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে হবে তাদের। খবর বাংলানিউজের।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক জানিয়েছেন, নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকুসুমবাগ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধকেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী