জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের দাবি

জেলা প্রশাসককে স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ ও কিউরেটরকে বহিষ্কারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের লেখক-সাংবাদিক ও সংগঠন নেতৃবৃন্দ। গতকাল সোমবার জেলা প্রশাসক মমিনুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, জিয়া স্মৃতি জাদুঘরটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। আবার জাদুঘরের ভেতরে যেসব সামগ্রী রয়েছে-সেগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে। তিনি এই বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করবেন বলে আশ্বস্থ করেন। এসময় জেলা প্রশাসক পার্শ্ববর্তী শিশুপার্কটি উচ্ছেদ করে-সেখানে চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত বিনোদন এবং ওপেন স্পেস হিসেবে থাকা উচিত বলে মন্তব্য করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইতিহাস পাঠে সবাই জানেন জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মদদ দাতা। তাই চট্টগ্রামের মানুষ তার নামে সরকারি অর্থে জাদুঘর পরিচালনা বাঙালি জাতি রাষ্ট্রের আদর্শ পরিপন্থী বলে মনে করে। এ অবস্থায় অনুরোধ জানাচ্ছি এই জাদুঘরটি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক কামরুল হাসান বাদল, সাংবাদিক শুকলাল দাশ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাচিক শিল্পী মিলি চৌধুরী, কবি আ ফ ম মোদাচ্ছের আলী, সাংবাদিক কমল দাশ, মুজাহিদুল ইসলাম, আমিনুল হক বাবু।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৬ হাজার মিটার জাল জব্দ