জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে শামসুল হক স্মৃতি সংসদের জয়

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল রোববার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় জয় পেয়েছে মরহুম শামসুল হক স্মৃতি সংসদ। অপর ম্যাচে ড্র করেছে আরমান স্মৃতি সংসদ ও চিটাগং ভেটার্ন এফসি। দিনের প্রথম খেলার মরহুম শামসুল হক স্মৃতি সংসদ ৩০ গোলে ফেনী সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মেহেদী হাসান তপু ২টি এবং মেহেদী হাসান উজ্জল ১টি। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন শামসুল হক স্মৃতি সংসদের মেহেদী হাসান তপু। তার হাতে পুরস্কার তুলে দেন কানাডা প্রবাসী সাবেক ফুটবলার মোহাম্মদ হাকিম ও সাবেক ফুটবলার মোহাম্মদ আফজাল খান। আরমান স্মৃতি সংসদ এবং চট্টগ্রাম ভেটার্ন এফসির খেলা ২২ গোলে ড্র হয়। আরমান স্মৃতি সংসদের পক্ষে গোল করেন সবুজ এবং ওয়ালিদ। অন্যদিকে চট্টগ্রাম ভেটার্ন এফসির গোলদাতা সায়েম ও কাসেম। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আরমান স্মৃতি সংসদের ওয়ালিদ। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় আরমান মিয়া ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাশেদ। আজ ২৯ ডিসেম্বর সোমবার চকবাজার স্পোর্টিং ক্লাব বনাম ফতেয়াবাদ ৯৬ স্কুল ব্যাচ (দুপুর ২টা) এবং আরমান স্মৃতি সংসদ বনাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ (বিকাল ৩টা) পরস্পরে মুখোমুখি হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এবং আর এন বি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজ এর সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের হয়ে বিপিএলে ফিরছেন সাদমান
পরবর্তী নিবন্ধটানা তিন জয়ে সেমিফাইনালে চট্টগ্রাম