জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট স্থগিত

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ ২ ডিসেম্বর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারে কমিটির আহবায়ক মশিউল আলম স্বপন জানান, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই আমরা খেলা আয়োজন সাময়িকভাবে স্থগিত করেছি। পরবর্তীতে খেলা শুরুর পুনঃনির্ধারিত তারিখ জানানো হবে। তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য ক্রীড়ামোদি সহ সকলের নিকট দোয়া কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল কোচেস এসো’র নির্বাচন স্থগিত
পরবর্তী নিবন্ধপা ভেঙে মাঠের বাইরে আইতানা বনমাতি