বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবারের একমাত্র খেলায় মরহুম শামসুল হক স্মৃতি সংসদ ১১–০ গোলের বিশাল ব্যবধানে চন্দনপুরা লিজেন্ডকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মেহেদী হাসান তপু এবং মেহেদী হাসান উজ্জল ৪টি করে গোল করেন। এছাড়া আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার ও পিনসু প্রত্যেকেই ১টি করে গোল দেন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মরহুম শামসুল হক স্মৃতি সংসদের মেহেদী হাসান উজ্জলের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ফাবিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য মন্জুরুল করিম।










