জিয়া ভেটার্ন ফুটবলে চিটাগং মাস্টার্স ক্লাবের জয়

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চিটাগং মাস্টার্স ক্লাব। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চিটাগং মাস্টার্স ক্লাব ৩১ গোলে সোনালী অতীত ক্লাব, ফেনীকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং মাস্টার্স ক্লাবের কামরুল ইসলাম পাভেলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় ও কোচ মোহাম্মদ হায়দার কবির প্রিন্স ও একরাম আফসার। আগামী তিন দিন (, ১০ ও ১১ জানুয়ারি) টুর্নামেন্টের খেলাগুলো বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলি আজাদ বয়েজ ক্লাবের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু