বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ও রেজা ভেটার্ন এফসি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত ১ম ম্যাচে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ৪–০ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এস কে স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ নিজাম উদ্দিন দিদারের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় মাসুদ পারভেজ কায়সার ও কাজী মিজানুর রহমান। বিকালে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে সাবেক জাতীয় তারকা ফুটবলার আলফাজ আহামেদ, আরমান মিয়া, আরমান আজিজদের গঠিত রেজা ভেটার্ন এফসি ৬–০ গোলে আকরাম স্মৃতি একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ সাবেক তারকা খেলোয়াড় আরমান মিয়ার হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতী খেলোয়াড় মোহাম্মদ সোহেল হোসেন ও মো. নজরুল বাবু। আজ বুধবার সোনালী অতীত ক্লাব, ফেনী বনাম চিটাগং মাস্টার্স ক্লাব–দুপুর ২টা,আহমেদুর রহমান স্মৃতি সংসদ বনাম চট্টগ্রাম ভেটার্ন এফসি–বিকাল ৩টা পরস্পরের মুখোমুখি হবে।










