জিয়া ভেটার্ন ফুটবলের ফাইনালে চিটাগং মাস্টার্স ক্লাব ও রেজা এফ সি

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:১০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিটাগাং মাস্টার্স ক্লাব ও রেজা ভেটার্ন এফ সি। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে চিটাগাং মাস্টার্স ক্লাব ৩০ গোলে এস কে স্পোর্টিং ক্লাব, কুমিল্লাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোজাম্মেল, কাঞ্চন ও গফুর প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগং মাস্টার্স ক্লাবের মো. রোকনুজ্জামান কাঞ্চনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক ক্রিকেটার রিপন মাহমুদ ও নাজিম উদ্দীন। বিকালে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে রেজা ভেটার্ন এফ সি ২০গোলে চট্টগ্রাম মাস্টার্স এফ সিকে পরাজিত করে। বিজয়ী দলের মো. স্বপন ও বিটুরাজ গোল করে।

খেলার ম্যান অব দ্যা ম্যাচ রেজা ভেটার্ন এফ সির মো. স্বপনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ লোকমান ও জমির আহাম্মদ। আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২.৩০ টায় জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও যুগ্ম আহবায়ক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন ইসরাফিল খসরু ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবলার মো. জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য, ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে হারিয়ে আসর শেষ ঢাকার
পরবর্তী নিবন্ধজয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের