জিয়া ভেটার্ন ফুটবলের উদ্বোধন আজ

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:০৮ পূর্বাহ্ণ

জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট আজ ২৭ ডিসেম্বর শনিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এবং আর এন বি শিপিং লিমিটেড ও সাবিহা এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসরাফিল খসরু এবং সাবেক জাতীয় ফুটবলার বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মসিউল আলম স্বপন। মোট ১৩টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দুপুর ২.৩০ টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সিপিএল লিজেন্ড এবং চিটাগাং মাস্টার্স ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কাবাডিতে হারের পর ঘুরে দাঁড়ালো চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই ২০ উইকেটের পতন