জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা করেছে মাঠ পরিচালনা কমিটি। গতকাল মঙ্গলবার বিকালে সিজেকেএস কনফারেন্স রুমে মাঠ পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মসিউল আলম স্বপন। সদস্য সচিব কাজী বেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামনুল ইসলাম মামুন, মাঠ পরিচালনা কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া,মোহাম্মদ শাহাজাহান, নুর হোসেন উজ্জ্বল, মামুন উদ্দিন, এম এইচ হাসান, মোহাম্মদ সোহেল, নাজিমুদ্দিন নাজু, হায়দার কবির, একরাম আফসার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ তৌহিদ। আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলোতে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় তুলতে এবং ফুটবলের জাগরণ করতে এই টুর্নামেন্টের আয়োজন। ধারাবাহিকভাবে সারাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।