চট্টগ্রাম বিভাগে জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে ফুটবলের পুনঃজগরণ ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে চারটি দল অংশগ্রহণ করবে যেখানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়েরা নেতৃত্ব দিবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল একটি দলের নেতৃত্ব দিবেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ–সভাপতি হ্যাপি চৌধুরী, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক কাজী মহিউদ্দিন বুলবুল, ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া চেয়ারম্যান, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, ফেনি জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বান্দরবান বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, নোয়াখালী বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহীন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, মশিউল আলম স্বপন, বিপ্লব পার্থ, সাইফুল ইসলাম ভুট্টো, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, ইকবাল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসীম, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল ইসলাম তকি, সদস্য সচিব সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।