চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ জিয়া ও কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীনতার ঘোষণার চিরন্তন সাক্ষী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের যেখান শহীদ জিয়া দ্বিতীয়বারের মত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেখানে বিএনপি সমাবেশ করবে। সমাবেশকে সফল করার লক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি গতকাল রোববার দুপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চের কালুরঘাট বেতার কেন্দ্র সমাবেশস্থল পরিদর্শনকালে এ কথা বলেন। এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপিই মুক্তিযুদ্ধের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর ব্যারাকে ফিরে গিয়েছিলেন। যারা তাঁর বীর উত্তম খেতাব নিয়ে ষড়যন্ত্র করছে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, সদস্য কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সম্পাদক মোহাম্মদ বখতিয়ার, আব্দুল আজিজ, চাদগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ খান, ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।