জিয়ার ভাস্কর্য নিয়ে প্রশ্ন না তোলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলা উদ্দেশ্য প্রণোদিত

বায়েজিদে বিক্ষোভ সমাবেশ

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অপচেষ্টা ধর্মীয় নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদের পূর্বসুরীরা ১৯৭১ সালের পবিত্র ইসলাম ধর্মের নাম ভাঙ্গিয়ে হত্যা, ধর্ষণ, লুন্ঠনসহ অনেক অপকর্ম করেছে। তারা জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরও হত্যা করেছে। আজ এদের বিরুদ্ধে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা, কর্মচারী রাস্তায় নেমেছেন। এখন তাদের সমূলে উৎখাতের পালা এসে গেছে। গতকাল বায়েজিদ থানা আওয়ামী লীগের উদ্যোগে অঙিজেন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি
প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে প্রধান বক্তা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, এদেশে অনেক আগেই অনেক জায়গায় জিয়াউর রহমানের ভাস্কর্য নির্মিত হয়েছিল। তখন কেউ ধর্মীয় ইস্যু তৈরি করে তার ভাস্কর্যের বিরুদ্ধে মুখ খোলেন নি। আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য পরিষ্কার, তা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আঘাত করে এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতাকর্মীদের আঘাত করার প্রস্তুতিমূলক মহড়া। আজ অসৎ উদ্দেশে ধর্মের লাগামহীন অপব্যবহার চলছে। তিনি বলেন, মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে নেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। তার বিজয় নিশ্চিত করতে হবে।
বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মঈনুদ্দীন আহমেদ ও আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ : অবিস্মৃত কৃতাহ্নিক
পরবর্তী নিবন্ধআমার স্মৃতিতে মরহুম সেকান্দর হোসেন মিয়া