জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের নিন্দা

মহানগর জাসাসের সভা

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ। সম্প্রতি নগরীর কাজির দেউড়ি দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় তারা এ নিন্দা জানান। সভায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জাসাস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও নগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সিপনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, নগর জাসাসের সিনিয়র সহ সভাপতি দোস্ত মোহাম্মদ, সহ সভাপতি সৈয়দ জিয়া উদ্দীন, ফজলুল হক মাসুদ, সেলিম ইকবাল, মিনহাজ উদ্দীন সানি, মেহেদী হাসান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শিবলি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, গোলাম মোহাম্মদ শরিফ, মহিউদ্দীন জুয়েল, এস এম তারেক ও নাহিদা আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকা ফিরে এসেছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবনবীথি চৌধুরী