জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) খোশরোজ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন। উপস্থিত ছিলেন সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম, এসএম মোরশেদুল আমীন, কাজী মুহাম্মদ হারেজ, আসগর আলী, আমীর খসরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসো’র নির্বাচন আজ