বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম ওরশ শরিফ উপলক্ষে ট্রাস্ট ঘোষিত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড, পশ্চিম গোমদণ্ডীর গাউছিয়া হক ভাণ্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানমালায় ছিল, খতমে কুরআন, জীবনী আলোচনা, বৃক্ষরোপণ, নীতি নৈতিকতা বিষয়ক আলোচনা, র্যালি, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল করিম নুরু। সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী।