বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের মিলনায়তনে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল খতমে কুরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মো. মনজুর আলম। তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে বিরল অবদান রাখেন। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশাহ আলম, আব্দুস সাত্তার মজুমদার, মো. কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












