‘জিয়াউর রহমানের স্থান জনগণের হৃদয়ে’

দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। গতকাল নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ।
বক্তারা বলেন, জিয়াউর রহমান জীবন বাজি রেখে যুদ্ধ করে ‘বীর উত্তম’ খেতাব পেয়েছিলেন। এই খেতাব কারো দয়ার দান নয়। জিয়াউর রহমানের স্থান বাংলাদেশের জনগণের হৃদয়ে। যা কখনো মুছে ফেলা সম্ভব না।
সভায় আরো বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল কাদের জিয়া, মতিউর রহমান রাসেল, মো. খালেদ, আব্দুল ওহাব, মো. রুবেল, সাইফুদ্দীন দস্তগীর, এরশাদ উল্লাহ, মো. ফয়সাল, মো. দিদারুল আলম, মোহাম্মদ ইশরাক ও আরফাত উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা যথাক্রমে রিয়াদুল ইসলাম, আনিসুর রহমান আনাস, আব্দুল মান্নান রানা, মো. ইসমাইল, এনামুল হক সজিব, আতিকুর রহমান ইমন, আবসার সিকাদার, মো. ইমন, আব্দুল্লাহ আল রাফি, মো. ফিরোজ, মো. আরফাত, পৌর ছাত্রদল নেতা আব্দুস সবুর, শাহাদাত হোসেন জিকু, মো. সাজ্জাদ, জিয়াউর রহমান, সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, মো. শফিউল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধবলুয়ার দীঘির খানকায় খাজা গরীবে নেওয়াজের ওরশ কাল শুরু