সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার আন্দরকিল্লা পুরাতন নগর ভবনস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরউল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শ.ম.জামালউদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সহ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহানাজ চৌধুরী, আবু বক্কর ছিদ্দিকী, সাইদুল হক, মো. কামাল, হাসান ওসমান গণি, খাজা আলাউদ্দিন, মামুনুর রশীদ, মনজুর আহম্মদ, মোঃ সবুর খানঁ, জাফর আহম্মদ, মনসুর আলম, মোঃ মনজু মিয়া, মো: আজাদ, মোঃ জসীম, মো: ওমর ফারুক, মোঃ সেলিম, মিঠুন দাশ, মোঃ জাহাঙ্গীর, রিপন, আওলাদ হাসান, ইউসুফ মজুমদার, মোঃ আরজু প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
সম্মিলিত পেশাজীবী পরিষদ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসসিপি) চট্টগ্রাম। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানের বিপ্লব বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসসিপি) চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খোরশিদ জামিল, নগর বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক শিল্পপতি এমদাদুল হক চৌধুরী (এমদাদ), ব্যবসায়ী জসিম উদ্দিন ফিরোজ প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা বিএনপি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফটিকছডড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা বিএনপির বিপুলসংখ্যক সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক–সদস্য সচিবের অংশগ্রহণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ হাসান। এতে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সামশুল আলম, নারায়নহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, সুয়াবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াকুব শহীদ, লেলাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম চৌধুরী, ধর্মপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, বক্তপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ জাহেদ মেম্বার, ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল আলম মেম্বার, মোঃ বেলাল, মোঃ ইলিয়াছ, মোঃ এনাম, মাহমুদুল হাসান দিলু, শহিদুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম বিজয়, মোঃ আনোয়ার হোসেন, ডেবিট মনসুর, মোহাম্মদ এনাম, মোহাম্মদ মানিক, হারুন বাবুল, শাহাজাহান, মন্নান, ডাক্তার হোসেন যুবদল নেতা ফরিদুল আলম, এইচ.এম.সাইফুদ্দীন, জসিম চৌধুরী, যুবদলের নেতা রহিম বাদশা, হাবিবুর রহমান লোকমান, রহিম, শাহেদ, সোহেল প্রমুখ।