জিয়াউর রহমানের কবরে জিয়া সাইবার ফোর্স উত্তর জেলার শ্রদ্ধা

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি তাদের প্রথম সাংগঠনিক কর্মসূচি হিসেবে গতকাল শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করে। এই কর্মসূচির মাধ্যমে জিয়া সাইবার ফোর্স উত্তর জেলার তরুণ কর্মীরা জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান এবং সদস্য সচিব আশরাফুল আজম সিজান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ হোসাইন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর মোহাম্মদ আজমগীর,. সাইফ তারেক, সদস্য হাসান মুরাদ, হাসানুজ্জামান জামাল, জাবেদ রানা, মোঃ আজগর হোসেন, মোঃ জানে আলম, মোঃ সেকান্দারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

কর্মসূচির শেষে বক্তারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সামনে রেখে চলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের যুব সমাজ আমাদের প্রাণশক্তি
পরবর্তী নিবন্ধচীনের সঙ্গে কাজে কী ঝুঁকি, ঢাকাকে স্পষ্ট করব : ক্রিস্টেনসেন