চকবাজারস্থ নগর জাতীয় পার্টি কার্যালয়ে প্রয়াত মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। তিনি বলেন, দুই বারের মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর চলে যাওয়া জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি। এই দূরদর্শী নেতা পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন দূরদর্শী নেতা ছিলেন। এই করোনা মহামারীতে পার্টির মহাসচিবসহ একই পরিবারের ৩ জন সদস্য চলে যাওয়া খুবই বেদনাদায়ক। শোকসভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, নগর সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ মিয়া, সহ-সভাপতি সালামত আলী, মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন মহানগর জাপা নেতা শেখ আকতার, জহুর উদ্দিন জহির, ইরশাদুল হক সিদ্দিকী, ছবির আহমদ, কাজী ফজলে হাসান শাহীন, ফারুক হোসেন আপন, তপন চক্রবর্ত্তী জুনু, মো. মহসিন, সাবেক ছাত্র সমাজ সভাপতি নজরুল ইসলাম, আতা-ই-রাব্বী তানভীর, মহিলা পার্টির নেত্রী সুলতানা রহমান প্রমুখ। শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহিলা এমপি মাসুদা রশিদ চৌধুরী ও নগর পার্টি নেত্রী বিলকিস রানুর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।