পটিয়ার জিরিতে খুলশী ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় আলহাজ্ব গুরা মিয়া–ছবুরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী ক্লাব লিমিটেড ও আলহাজ্ব গুরা মিয়া–ছবুরা খাতুন ফাউন্ডেশনের সভাপতি সামশুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, দক্ষিণজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দীন আহমদ, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস,
পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, খুলশী ক্লাব লি. এর সাবেক সভাপতি আহমদুল হক, সাধারণ সম্পাদক ডা. এম এ করিম, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, চবি শিক্ষক প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন তালুকদার, প্রফেসর ড. মাওলানা আ ক ম আবদুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলশী ক্লাব ও আলহাজ্ব গুরা মিয়া–ছবুরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে যে কল্যাণমুখী কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামসুল আলম ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের চক্ষুরোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করে আসছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে।
গুরা মিয়া–ছবুরা ফাউন্ডেশন সমাজ উন্নয়নে যে ভূমিকা রাখছে তা অনুসরণ করলে মানুষ উপকৃত হবে। অনুষ্ঠানে জানানো হয়, পটিয়ার যেকোনো ব্যক্তি চক্ষু সমস্যায় ভুগলে তাকে খুলশী ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত চিকিৎসা ক্যাম্পে প্রায় ১২শ রোগীকে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।