জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের পরিচালনায় নাসিমন ভবনস্থ পাঠাগার কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াত, সাজ্জাদ হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন সুমন, মো. মাসুদ রানা, প্রকৌশলী ওয়াহিদ ইমাম খাঁন সারাত, মো. জাকির হোসেন, শাহেদ আলম প্রমুখ। শুরুতে জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সদস্য ২৪’র অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জিমনেশিয়ান মাঠে ২১ শে বই মেলায় জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বইয়ের স্টল স্থাপন করা সহ স্টল পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।