দেশজুড়ে আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট– ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে শৃঙ্খলা উপ–কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪–এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন। সভায় আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে উপ– কমিটির সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপ–কমিটির সদস্য এম এ রাজ্জাক,আলী মতুর্জা খান,মাইনুদ্দিন রাশেদ,নুরুল আলম,কে এইচ রিপন,মোহাম্মদ আলমগীর, সেলিম। হাফেজ,মনির হাসান, জসিমউদদীন সাগর,সালাউদ্দিন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ পারভেজ,মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ।