দেশজুড়ে আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে সাজসজ্জা উপ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে সাজসজ্জা এ সভা হয় উপকমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক দিদারুল আলম চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী। সভায় আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়।