শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্মরণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর চট্টগ্রাম বিভাগের খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন। সভায় বক্তব্য রাখেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, সাজসজ্জা উপ কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আলী, নুর জাহেদ বাবলু, উপ–কমিটির সদস্য খোরশেদ আলম, সিরাজ মিয়া, আজিজুল ইসলাম বাদল, মো. ইউনুস মিয়া জুয়েল, কায়সার হামিদ রাব্বি, মেহেদী মিরাজ, রিদুয়ানুল আলম, আশরাফুল ইফতি, সাফায়েত হোসেন মিরহাম, মোহাম্মদ জাহেদ, আবু তালেব লিটন প্রমুখ। সভায় আগামী ১১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন আহ্বায়ক মশিউল আলম স্বপন।