জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল ৩১ ডিসেম্বর বুধবার সিজেকেএস কনফারেন্স রুমে কমিটির আহবায়ক মসিউল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা আহবায়ক কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, আহেমদুল আলম চৌধুরী রাসেল, সালাউদ্দিন, মাহবুব রানা, আমিনুল ইসলাম, সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, কাওসার হোসেন বাবু, তৌহিদুল ইসলাম নিশাদ, এম এ মুছা বাবলু, আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, নুর জাহেদ বাবলু, উপ–কমিটির সদস্য নকীব উদ্দিন চৌধুরী, ইউনুস চৌধুরী হাকিম, মোহাম্মদ আনাস, ইকবাল হোসেন, জিসান প্রমুখ। সভায় আগামী ১১ জানুয়ারী জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহনের আহবান জানানো হয়।