চট্টগ্রাম–১১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। এইচএসসি পাস এই নেতার পেশা ব্যবসা।
সুমনের বাৎসরিক আয় কৃষিখাতে দেড় কোটি টাকা, বাড়ি, এপার্টমেন্টে ৬৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যবসায় ৩০ লক্ষ ৩৪ হাজার ১৫৫টাকা, শেয়ার ২০ লক্ষ ৯৬ হাজার ৩১০ টাকা, সম্মানি দুই লক্ষ ৮০ হাজার টাকা। নির্ভরশীলদের মধ্যে স্ত্রীর বাৎসরিক আয় কৃষিখাতে ৩৫ লক্ষ টাকা, ব্যবসা থেকে ৩০ লাখ টাকা, ডিপিএস তিন লক্ষ ৬০ হাজার টাকা, অন্যান্য ৯ লাখ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে সুমনের নিজ নামে নগদ টাকা ৮৭ লাখ ৩৫ হাজার ২৬৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ১৫ কোটি ৪৮ লক্ষ ৩৫ হাজার ৭৪৯ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ১০০ টাকা মূল্যের এভেন্স পাঁচ হাজারটি। স্ত্রীর নামে নগদ আছে এক লক্ষ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৯৮ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার তিন লক্ষ ৬০ হাজার টাকা। স্ত্রী ও নিজের নামে গাড়ি আছে চারটি। স্ত্রীর কাছে স্বর্ণ আছে ৪০ হাজার টাকা। নিজের আছে ৬০ হাজার টাকা। নিজের নামে ৯০ হাজার টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিঙ সামগ্রী আছে।
স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানার ক্ষেত্রে সুমনের কৃষি জমি আছে ৫০ শতাংশ, অকৃষি জমি আছে ৫০ শতাংশ, দালান আছে ৫০ শতাংশ, বাড়ি এ্যাপার্টমেন্ট আছে ৫০ শতাংশ। দায়দেনার মধ্যে ব্যাংক লোন আছে ৩৫ লক্ষ ২২ হাজার ২৩৯ টাকা, বনফুল হতে অগ্রিম গ্রহণ তিন লাখ টাকা, ওয়ালটন থেকে অগ্রিম গ্রহণ সাত লাখ ৫০ হাজার টাকা।