জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মাহফিল

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘পবিত্র হজ এবং ঈদউল আযহা’ শীর্ষক মে মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোর পথে’র সিনিয়র সদস্য নুসরাত ফাতিমা জেন্সি’র তত্ত্বাবধানে এবং সানজিদা ইসলাম ও সাদিয়া সুলতানার সঞ্চালনায় মাহফিল শুরু হয় ছোট্ট সোনামনি সিদরাতুল মুনতাহার পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে। না’তে রাসুল (.) পরিবেশন করেন নিপা মনি ও মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে জিলক্বদ মাস’ শীর্ষক তথ্যকণিকা (এ মাসে জন্ম এবং ওফাতপ্রাপ্ত ইসলামের মহান মণীষীগণের সংক্ষিপ্ত জীবনালেখ্য) উপস্থাপন করেন সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া। স্বাস্থ্যকণিকায় ‘প্রচন্ড তাপদাহে করণীয়’ বিষয়ে আলোকপাত করেন ডা: সৈয়দা রামিসা আদিবা মুজিব।

নির্ধারিত বিষয়ে আলোচনায় সাউদার্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশএর ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী তাঁর বক্তব্যে বলেন– “হজ হলো আধ্যাত্মিক সফর। তাই হজ কবুল হওয়ার জন্য হজের বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার সাথে সাথে আধ্যাত্মিক দিকগুলোও অনুসরণ করতে হবে। নামায, রোজা, হজ, যাকাত, কোরবানি ইত্যাদি কবুল হওয়া এবং না হওয়া নির্ভর করে আদব ও নিয়্যতের পরিশুদ্ধতার উপর। ইবাদতের বাহ্যিক আহকামগুলো মাদ্‌রাসায় শিক্ষা দেওয়া হয়, আর আদবের প্রশিক্ষণ দেওয়া হয় খানকাহতে এবং আউলিয়ায়ে কেরামের দরবারে।

পূর্ববর্তী নিবন্ধবাদল কান্তি ঘোষ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করায় জরিমানা