হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্র (ক.) ১১৮তম উরস উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবম দিবসে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন আত্মোন্নয়নমূলক তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’র ব্যবস্থাপনায় ‘যুগ জিজ্ঞাসার আসর : Petty Habit Pretty Future শীর্ষক কর্মশালা গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের আইটি সম্পাদক মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসা–এ–গাউসুল আযম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ জুনাইদ। কর্মশালার প্রশিক্ষক প্রিমিয়ার ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম নির্ধারিত বিষয়বস্তুর আলোকে প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, ট্রাস্ট’র সচিব অধ্যাপক এ. ওয়াই. এমডি. জাফর, ইঞ্জিনিয়ার আবু নাসের নুর অন্তু, সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক (মহানগর) সাদ ইবনে আলম, ফয়েজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম তানভীর, সৈয়দ মোহাম্মদ বোরহান উদ্দিন, মিনহাজ উদ্দিন, ফোরকান আলী, বেলাল হোসেন প্রমুখ। প্রি–রেজিস্ট্রেশনের মাধ্যমে তাজকিয়ার সদস্য ও বিভিন্ন মহাবিদ্যালয়–বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ শেষে উন্মুক্ত প্রশ্নপর্বে নির্বাচিত প্রশ্নকর্তাদেরকে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে কর্মশালা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।