জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা পেল ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্‌ শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় ও এস জেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্‌। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অবকাঠামোগত কার্যক্রমের মাধ্যমে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক ও মেঘনা এক্সেসরিজের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামালুর রহমান, চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে কবীর আহম্মেদ (প্রশাসন ও অর্থ), আসাদুজ্জামান (ক্রাইম অ্যান্ড অপস্‌), আবু তৈয়ব মো. আরিফ হোসেন (ডিএসবি), এ এন এম ওয়াসিম ফিরোজ (ট্রাফিক), সুদীপ্ত সরকার (শিল্পাঞ্চল ও ডিবি), এবিএম নায়হানুল বারী (সীতাকুণ্ড সার্কেল), সোয়েব আহমেদ খান (হাটহাজারী সার্কেল), মো. আরিফুল ইসলাম (পটিয়া সার্কেল), মো. শিবলী নোমান (সাতকানিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপারদের মধ্যে মো. মনিরুল ইসলাম (মীরসরাই সার্কেল), মো. হুমায়ুন কবির (রাঙ্গুনিয়া সার্কেল), মো. সোহানুর রহমান সোহাগ (আনোয়ারা সার্কেল), মো. মাইন উদ্দিন খান (ডিএসবি) ও মণীষ দাশ (এসএএফ)

উল্লেখ্য, অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে শিক্ষা খাতে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাসহায়তা খাতে ৩ জন, আলেম সহায়তা খাতে ১ জন, কনের বিবাহে সহায়তা খাতে ২ জন, বিদেশ যাত্রায় সহয়তা খাতে ২ জন, আয়বর্ধক খাতে ১ জন, ব্যবসায় পুঁজি সহায়তা খাতে ১ জন এবং চিকিৎসা সহায়তা খাতে ৮ জনসহ মোট ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ২৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅতিথি সেজে যায় বিয়ের অনুষ্ঠানে কৌশলে করে দামি জিনিসপত্র চুরি
পরবর্তী নিবন্ধগ্যাসের আরও একলাখ প্রি পেইড মিটার স্থাপনের কাজ শুরু