বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণার গুরুত্ব তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে উদ্ভাবনী সমাধান অন্বেষণে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করেছে ‘SZHM Trust Climate Champion’ শীর্ষক একটি গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। তিনি বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এ ধরণের প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার ক্ষেত্রে গবেষক এবং শিক্ষাবিদদের দায়িত্ব অত্যাধিক। জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গবেষণা খাতে পৃষ্ঠপোষকতা করে দেশের মানুষের মঙ্গলের জন্য এবং পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, সিভাসুর পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান।
প্রথম বারের মত আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজী আহনাফ তাহমিদ এবং রিফাত আল আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মো. শাহ পরান এবং গোলাম নূর নবী মিরাজ, চুয়েট থেকে মো. কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মো. ইশাওয়াত নিহাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাফিয়াল মুনতাসির সাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মোছা. নীরা আক্তার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ঢাকা) থেকে মো. নাহিদুল ইসলাম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (গাজীপুর) থেকে মো. ফুয়াদ হাসান সাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইমন রানা জিহাদ ও মোছাম্মত মিশকাত রহমান। প্রেস বিজ্ঞপ্তি।