জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের হুইল চেয়ার প্রদান

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের ব্যবহারের সুবিধার্থে ১৫টি হুইল চেয়ার প্রদান করেছে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্ট। গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের নিকট হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

হুইল চেয়ার গ্রহণকালে পরিচালক বলেন, ট্রাস্টের ব্যাপক মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। তিনি ভবিষ্যতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ডে ট্রাস্টকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান ডা. মো. নুরুদ্দীন তারেক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রুমা ভট্টাচার্য, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সাইফুদ্দিন মাহমুদ, ডা. এস এম আসাদুল্লাহ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সামিয়ুল করিম, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কমকর্তা তানভীর হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গভীর রাতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩ ডাকাত
পরবর্তী নিবন্ধকার-বাইক সংঘর্ষ, কাতারে প্রাণ গেল রাঙ্গুনিয়ার প্রবাসী তরুণের