জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী স্মরণে সভা ও শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক (.) মাইজভাণ্ডারীর আসন্ন ১০ পৌষ খোশরোজ শরীফের প্রস্তুতি সভা, হযরত জিয়াউল হক (.) মাইজভাণ্ডারীর স্মরণে আলোচনা সভা ও সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর শীতবস্ত্র বিতরণ, চিকিৎসার জন্য নগদ অর্থ, বিবাহের জন্য নগদ অর্থ, শিক্ষাবৃত্তি, ব্যবসার জন্য অর্থ প্রদান ও চলমান প্রক্রিয়ায় দুস্থসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সংগঠনের সাবেক সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী। প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন।

অতিথি ছিলেন এইচজেডএম ট্রাস্টের ফটিকছড়ি () জোনের সাংগঠনিক সম্পাদক মাস্টার কবির আহমদ, মুহাম্মদ আলাউদ্দিন, সৈয়দ জাবের সরোয়ার, মাওলানা আবু শাহাদাত সায়েম সুমন, মো. মাসুদ, মো. সাজ্জাদ, মো. নিজাম উদ্দিন। আরও বক্তব্য রাখেন বিজন শীল, হাফেজ সাজামুন সাকিব, রুবেল শীল, সমীর দাশ, ডা. উজ্জ্বল, অভিবসু মল্লিক, টিংকু দাশ, শিপ্রা বসু মল্লিম, রুনা দাশ, কাশ্মিরী দাশ, সুমি চৌধুরী, সোমা গুহ, অর্চনা রানী আচার্য, মৃদুল দে, অনুপম তালুকদার, বিষু চৌধুরী, দীপ আচার্য, অগ্নিশিখা, প্রিন্স দাশ, শিবু ভট্টাচার্য, কুমার রতন, কলিন্স দাশ, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে ৭০ জনকে শীতবস্ত্র বিতরণ, ১০০ জনকে শিক্ষা সামগ্রী বিতরণ এবং ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিনদিন ধরে নিখোঁজ ট্রাক চালকের লাশ মিলল পুকুরে
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতা বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ