পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পতেঙ্গায় রাজার পুকুর পাড় এলাকায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গত ১৯ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবছার,মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, মো.ইকবাল, মো.ইসমাইল, মো.ইলিয়াস। উপস্থিত ছিলেন সালাউদ্দিন মো. মিজান, জসিম উদ্দিন মিল্কি, জিয়া রহমান জিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোজাহেরুল কাদের, মো.নিজাম, সাইদুল ইসলাম, মাস্টার ফজলু, মো.ইলিয়াস, কাইছার,জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম লিটন, শাহাজান, মো.শান্ত, কাইয়ুম উদ্দিন, রিমন,সজিব,মুক্তার হোসেন।
কাপ্তাই স্বেচ্ছাসেবক দল : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলার দুর্গম এলাকায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের দরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি জাফর আহমদ স্বপন, হারুনর রশীদ রতন, উথোয়াই মং মারমাসহ স্থানীয় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১৯নং ওয়ার্ড বিএনপি : সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বি.এন.পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ডে এ.টি.এম ফরিদুল আলমের সভাপতিত্বে স্থানীয় মজিদ সওদাগর মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য এ কে খান, বাকলিয়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন, দক্ষিণ–পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির সভাপতি জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন এস.এম সেলিম, হাজী ইউনুচ, সৈয়দ তানভীর হায়দার, আসাদুর রহমান টিপু, আজাদ খান, সাবেক মহানগর যুবদল নেতা সাইদুজ্জামান রনি, হাসান মুরাদ, শাহজাহান স্বপন, এম.এ হানিফ, দুলাল সওদাগর, মো. দেলোয়ার, বাবুল, আমির, জাকির, মুকবুল, জহির, লিটন, কামাল, মানিক, আযম, শাহিন, কাউসার, মো. আলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুর আহমদ।
আনোয়ারা বিএনপি : আনোয়ারা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শোলকাটা সুরত বিবি জামে মসজিদে এ দায়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সলিমুল্লাহ খানের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.হুমায়ুন কবির চৌধুরী আনচারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ। উপস্থিত ছিলেন বদিউল আলম, কাজী নুরুল ইসলাম, মাস্টার মোহাম্মদ ইউসুফ, জাহেদুল ইসলাম চৌধুরী কনক, আব্দুল হক, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম খোকা, মহম্মদ ইসহাক, মোহাম্মদ ইদ্রিস, সাখাওয়াত হোসেন, গাজী নাসির, মো.আক্কাস, ফেরদৌসুর রহমান টুন্টু, আবু সৈয়দ, মোহাম্মদ কামাল, মো.এনাম, জসিম উদ্দীন সওদাগর, মো. বাবু, আব্দুল মোনাফ, মকবুল আহমদ প্রমুখ।