জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

উত্তর জেলা বিএনপি

| রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা বিএনপির এক প্রস্তুতি সভা গতকাল শনিবার বিকাল ৪টায় নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.. হালিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য জসিম সিকদার, এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক আজম খান, মো. সেলিম, ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, হাটহাজারী বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, নাজিরহাট পৌরসভার আহ্বায়ক এজাহার মিঞা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মৎস্যজীবী দল উত্তর জেলা আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, ছাত্রদলের উত্তর জেলার আহ্বায়ক জাহেদুল আফসার জুয়েল, মুক্তিযোদ্ধা দল উত্তর জেলা দলের আহ্বায়ক কামাল পাশা, উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. ছিদ্দিক, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল ওয়াব কবির, তাঁতী দলের সদস্য সচিব মো. সেলিম নূর, মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, সীতাকুণ্ড বিএনপির সভাপতি ডা. কমল কদর, সদস্য সচিব মহিউদ্দিন, জহিরুল আলম জহুর, রহমত উল্লাহ চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম.এ হালিম বলেন, আগামী বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বিকাল ৪টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে উত্তর জেলার সকল উপজেলা/পৌরসভা বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নিজ দলের ব্যানার/ফুল হাইস/মাইক্রোবাস যোগে এক সাথে রাঙ্গুনিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য যাত্রা করা হবে। কর্মসূচিতে সবাই যথাসময়ে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগে পোস্টার প্রেজেন্টেশন
পরবর্তী নিবন্ধগুলনাহার বেগম